Thursday, September 2, 2021

নুহাশ পল্লী -গাজীপুর | নুহাশ পল্লী (Nuhash Polli)

 গাজীপুর জেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরত্বে পিরুজালী গ্রামের অবস্থান। গাজীপুরের এক দুর্গম গ্রাম পিরোজালী।  ১৯৯৭ সালে মাটির কাছাকাছি থেকে শিল্পচর্চা আর গ্রামীন প্রকৃতির উদারস্পর্শ অনুভব করতে পুত্র নুহাশের নামানুসারে ৪০ বিঘা জায়গার উপর সৃষ্টি করেন ছোট্ট একটি বাগান বাড়ি যার নাম নুহাশপল্লী । এটি কোনো সাধারণ বাগান নয়। এখানে আছে অনেক স্মৃতি আর মায়া।  নুহাশ পল্লীর প্রতিটি স্থাপনায় মিশে আছে এক জাদুকরের ছোয়া।  বিভিন্ন নাটক, সিনেমার শুটিং এর পাশাপাশি নুহাশ পল্লীতেই কাটিয়েছেন অনেকটা সময়।
হুমায়ন আহমেদ'র অপরুপ সৃষ্টিঃ বৃষ্টিবিলাস, ভূতবিলাস, দিঘী লীলাবতী, টি হাউজ, অসংখ্য ভাষ্কর্য, অসাধারণ সব স্থাপনা।

নুহাশ পল্লীতে যেভাবে আসবেনঃ ঢাকা -ময়নমনসিংহ মহাসড়কের  গাজীপুরের হোতাপাড়া বাস স্ট্যান্ড থেকে - নুহাশ পল্লী পৌছে যেতে পারবেন।  নিজের ব্যাক্তিগত গাড়ি নিয়েও নুহাশ পল্লী যেতে পারবেন।

✅ নুহাশ পল্লীতে প্রবেশ মূল্যঃ মাত্র ২০০ টাকা । ১০  বছরের বাচ্চাদের টিকিট লাগে না। নুহাশ পল্লীর ভিতরের ছোটখাটো যানবাহন নিরাপদে রাখতে পারবেন [এজন্য কোনো বাড়তি টাকা লাগে না]।

হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে হলে কোন প্রবেশ ফি লাগেনা। কবর জিয়ারতের জন্য মূল গেইটের বাইরে বাম দিয়ে সমাধির জন্য আলাদা আরেকটি প্রবেশপথ রয়েছে।

✈️ বুকিং এর জন্য যোগাযোগ করতে পারেনঃ সাইফুল ইসলাম বুলবুল ম্যানেজার, নুহাশ পল্লী ফোনঃ ০১৭১২০৬০৯৭১, ০১৭১১৯৪৭৯৩১
অথবা, জুয়েল রানা প্রধান সহকারী পরিচালক, নুহাশ চলচ্চিত্র
ফোনঃ ০১৯১১ ৯২০ ৬৬৬
আপনি নুহাশ পল্লীতে সূর্যাস্তের পর অবস্থান করতে পারবেন না।







 

No comments:

Post a Comment

  Niladri lake,Sunamganj Meghalaya Border, Pahar bilash  Niladri Lake  Dawki, India Dawki, India   Sylhet Tea Garden  Shahid siraz Lake Nila...